ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজধানীতে মোটরসাইকেল দুর্ঘটনায় ১ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৮, ৭ মে ২০২২ | আপডেট: ১২:৫৪, ৭ মে ২০২২

Ekushey Television Ltd.

ঢাকার রমনায় সড়ক বিভাজকের সঙ্গে মোটর সাইকেলের ধাক্কায় আরোহী এক তরুণী নিহত ও চালক আহত হন।

ঈদের পর শুক্রবার মধ্যরাতে প্রায় ফাঁকা সড়কে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

নিহত তরুণীর নাম নিশি আক্তার বীনা (২২)। তার আত্মীয় মোস্তফা কামাল (৩০) মোটর সাইকেলটি চালাচ্ছিলেন। তিনি মিরপুরের বাউনিয়া এলাকায় মুরগির ব্যবসা করেন বলে জানা যায়।

রমনা থানার পুলিশ পরিদর্শক ফজলুর রহমান গণমাধ্যমে জানান, শুক্রবার মধ্যরাতে মোটরসাইকেলটি কাকরাইলের দিক থেকে আসছিল। রমনা পার্ক পার হয়ে বামে ঘুরতে গিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনের রাস্তার ডিভাইডারে লাগিয়ে দেন চালক। এতে আরোহী তরুণী ছিটকে পড়ে গুরুতর আঘাত পান। চালকও আহত হন।

দুজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসকরা বীণাকে মৃত ঘোষণা করেন। মোস্তফা কামাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি