ঢাকা, মঙ্গলবার   ২৫ ফেব্রুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

কমলাপুর স্টেশনে কন্টেইনারে আগুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৪৩, ৭ মে ২০২২

Ekushey Television Ltd.

কমলাপুর রেলওয়ে স্টেশনের ভেতরে একটি কনটেইনারের আগুন লাগার ঘটনা ঘটেছে। শনিবার (৭ মে) বিকেলের দিকে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার দেওয়ান আজাদ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে কর্মীরা।

স্থানীয়ভাবে জানা গেছে, কমলাপুর স্টেশনের ভেতরে দাঁড়িয়ে থাকা একটি কনটেইনারের হঠাৎ আগুন লেগে কালো ধোঁয়া বের হতে থাকে। এ সময় ট্রেনের যাত্রী ও সাধারণ লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রথমে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। 

বিকেল ৫টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি