ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকদের শ্রদ্ধা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০০, ৮ মে ২০২২

Ekushey Television Ltd.

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন দেশের ৬১ জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসকগণ।

রোববার সকালে ধানমণ্ডি ৩২ নম্বরে বাংলাদেশ জেলা পরিষদ চেয়ারম্যান ফোরামের পক্ষ থেকে এই শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন পরিষদের আহ্বায়ক ও মুন্সিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মহিউদ্দিন, ফোরামের সদস্য সচিব ও পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মহিউদ্দিন মহারাজ সহ দেশের অন্যান্য জেলা পরিষদগণরা।

পরে ১৯৭৫ সালে ১৫ আগস্টে নিহত বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সকল শহীদের রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করা হয়।

সম্প্রতি জেলা পরিষদের সদ্য বিদায়ী চেয়ারম্যানকে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি