ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

অবহেলায় বিপর্যস্ত শিশুপার্ক, গৃহবন্দী শিশুরা (ভিডিও)

অখিল পোদ্দার

প্রকাশিত : ১২:৪২, ১৩ মে ২০২২

ঢাকার বেশিরভাগ ওয়ার্ডে নেই শিশু পার্ক। আবার যা-ও আছে তা হয় দখল কিংবা জ্বরাজীর্ণ নয়তো পরিত্যক্ত। খেলার উপযোগী সবুজবেষ্টনী ফিরিয়ে দেয়ার দাবি শিশুদের। 

বাড়ছে ঢাকা, কমছে সবুজ উদ্যান। মাঝ থেকে ত্রাহী অবস্থা এই শহরের বাসিন্দাদের। 

ভুক্তভোগী এক বাসিন্দা বলেন, "সব জায়গা ব্লক হয়ে গেছে, বাচ্চাদের উপযুক্ত কোনো স্থান নেই।" 

রাজধানীর পান্থকুঞ্জের কথাই বলি। সংস্কার করে দ্রুততম সময়ে ফেরানো হবে সবুজ, আর সেই সবুজে খেলাধুলো করবে শিশুরা। এমন পরিকল্পনা থাকলেও সংস্কারের নামে গত ৬ বছর ধরে খুঁড়ে রাখা পার্কটি।

এই এলাকার একজন বাসিন্দা বলেন, "সারাক্ষণ বাসাতেই থাকে, মোবাইল আর টিভি দেখে। এই করোনার মধ্যে বাচ্চারা মানসিক রোগী হয়ে গেছে।" 

আরেক বাসিন্দা বলেন, "শুধু ফোন আর টিভি, একসময় আমার মেয়েকে এক ডাক দিলেই শুনতো, এখন দশ ডাকেও আসেনা।" 

মহম্মদপুর আর শ্যামলী মাঠে মাঝেমধ্যেই মেলা চলে। বাকি সময় থাকে জ্বরাজীর্ণ। পুরোন ঢাকার শিশুদের সুযোগ নেই পার্ক ব্যবহারের। উপরন্তু বড়রাও বঞ্চিত হাঁটাচলার সুবিধা থেকে।

একজন বলেন, "আমাদের মাঠ আছে তবে কর্তৃপক্ষের অবহেলার জন্য তার সুস্ঠু ব্যবহার নেই।" 

আরেকজন অবিভাবক বলেন, "দেড় বছরের বাচ্চা বলে বাইরে যাবো, এখন বাইরে আমি কোথায় নিয়ে যাবো?"

ঢাকার দুই সিটি করপোরেশনের ৫১ টি পার্কের চরম অব্যবস্থাপনায় উদ্বিগ্ন রাজধানীবাসী। তাদের অভিমত, দেশ এগুচ্ছে। চারপাশে দৃশ্যমান নানা ধরণের উন্নয়ন। অথচ শিশুবিকাশের ন্যূনতম ব্যবস্থা থাকছে না মেগাসিটি ঢাকায়।

একজন অভিভাবক বলেন, মিশুদের জন্য আসলে কেনো যেনো কারও নজর নেই। আমরা বলতে বলতে হতাম হয়ে গেছি যে আমাদের পার্ক দাও। কিন্তু কেউ কারও কথা শুনছে না।" 

বেহাল পার্কের কারণে নিরুপায় শিশুরা খেলছে যেখানে সেখানে। 

এসবি/ 
  


 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি