ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

কামরাঙ্গীরচর থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৬, ২৫ মে ২০২২

রাজধানীর কামরাঙ্গীরচরের কয়লাঘাট এলাকার একটি বাসা থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার বেলা ১১টার দিকে কয়লাঘাট লবণ ফ্যাক্টরির গলির একটি তিনতলা ভবনের দ্বিতীয় তলা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। মৃতরা হলেন মিরাজ ও রুবেল। 

ওই এলাকার বাসিন্দারা জানান, সকাল ১০টার দিকে তারা শুনতে পান ওই বাড়ির দ্বিতীয় তলায় দুই যুবক মারা গেছেন।

পরে ঘটনাস্থলে গিয়ে ওই দুই যুবককে বিছানায় শোয়া অবস্থায় দেখতে পান। এদের মধ্যে মিরাজ জীবিত আছে ভেবে তারা পুলিশের সহায়তায় হাসপাতালে নিয়ে যান।

দুইজনের মধ্যে রুবেল নামে এক যুবক অনেক আগেই মারা গিয়েছিল তবে মিরাজকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়ার পর সেখানে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন বলে জানিয়েছে পুলিশ। 

মৃত মিরাজের বাড়ি মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায়। এলাকায় একটি প্লাস্টিকের কারখানায় কাজ করতেন এবং পরিবার নিয়ে ওই বাসায় ভাড়া থাকতেন তিনি। তবে গতকাল তার বাবা-মা গ্রামের বাড়ি গিয়েছিলেন। তিনি বাসায় ছিলেন। কিন্তু রুবেল নামে ওই যুবকের বিষয়ে কিছুই জানা যায়নি বলে জানিয়েছে পুলিশ। 

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি