ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

হাতিরঝিলে নিয়ন্ত্রণ হারিয়ে দুই মোটরসাইকেল আরোহী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১১, ৩০ মে ২০২২

রাজধানীর হাতিরঝিল এলাকায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুই যুবক নিহত হয়েছেন। নিহত দুইজনের পরিচয় এখনো জানা যায়নি।

পুলিশ জানায় সোমবার (৩০ মে) সকাল ১০টার দিকে মধুবাগ সংলগ্ন হাতিরঝিল ওভার ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।

মগবাজার মধুবাগ সংলগ্ন হাতিরঝিল ওভার ব্রিজ থেকে দ্রুত গতিতে আসা মোটরসাইকেলটি নামার সময় ব্রিজের ঢালে আইল্যান্ডের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়।

এতে মোটরসাইকেলে থাকা দুই যুবক ছিটকে রাস্তায় পড়ে যান। ঘটনাস্থলেই একজন মারা যান। অপর যুবককে মারাত্মক আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। পরে  তিনিও মারা যান। 

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি