ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

শ্যামপুরে ভাবিকে কুপিয়ে হত্যার অভিযোগ, দেবর আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩০, ৪ জুন ২০২২

রাজধানীর শ্যামপুরে আইজি গেট এলাকায় পারিবারিক কলহের জেরে নাজমা বেগম (৩২) নামে এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আবুল কালাম আজাদ সেন্টু নামে একজনকে আটক করেছে পুলিশ। নিহত ও অভিযুক্ত দুজন সম্পর্কে দেবর-ভাবি।

শনিবার (৪ জুন) বেলা পৌনে ১১টার দিকে নাজমা বেগমকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শ্যামপুর থানার ওসি মফিজুল আলম বলেন, “জমিজমা নিয়ে দ্বন্দ্বের জেরে নাজমা বেগমকে দেবর আবুল কালাম আজাদ সেন্টু কুপিয়ে গুরুতর আহত করেন। ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দেবর সেন্টুকে আটক করা হয়েছে।”

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, “লাশটি ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।”
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি