ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ডাকাতির প্রস্তুতিকালে ঠাণ্ডা শামীম গ্রুপের ১১ সদস্য আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৮, ৪ জুন ২০২২

Ekushey Television Ltd.

মহাসড়কে ডাকাতির প্রস্তুতির সময় আন্তঃজেলা ডাকাতচক্র ঠাণ্ডা শামীম গ্রুপের ১১ সদস্যকে আটক করেছে র‌্যাব।

শনিবার কারওয়ান বাজারের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র‌্যাব। এর আগে শুক্রবার (৩ জুন) দিনগত রাতে সাভারের বালিয়ারপুর এলাকার মহাসড়কে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

র‌্যাব জানায়, চক্রটি সাভারের হেমায়েতপুরে ডাকাতি উদ্দেশ্যে অবস্থান করছিলো। গোপন তথ্যের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় তাদের আটক করা হয়। 

এ সময়ে উদ্ধার করা হয়েছে ডাকাতির কাজে ব্যবহৃত দেশি-বিদেশি অস্ত্র, গোলাবারুদ ও মোবাইল ফোন। 

চক্রের সদস্যরা দিনের বেলায় পোশাক শ্রমিক ও ইটভাটার দিনমুজুরসহ বিভিন্ন কাজ করত। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার হবে বলে জানিয়েছে র‌্যাব।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি