ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

বসিলায় জুতার কারখানার আগুন নিয়ন্ত্রণে (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৩, ৭ জুন ২০২২ | আপডেট: ০৯:০৪, ৭ জুন ২০২২

Ekushey Television Ltd.

রাজধানীর মোহাম্মদপুরের বসিলায় আহমেদ ফুটওয়্যার লিমিটেড নামে একটি জুতা তৈরির কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

দমকল বাহিনী জানায়, সোমবার রাত সাড়ে ১০টার দিকে আহমেদ ফুটওয়্যার লিমিটেড নামে জুতার কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় এখনো হতাহতের খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণও জানা যায়নি। 

ব্যবসায়ীরা দাবি করেছেন, এই আগুনে তাদের কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি