ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

ঢাকায় উদযাপিত হল ৮ম আন্তর্জাতিক যোগ দিবস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫০, ২১ জুন ২০২২

প্রায় এক হাজার জন মিলে যোগানুশীলনের মধ্য দিয়ে ৮ম আন্তর্জাতিক যোগদিবস (আইওয়াইডি) উদযাপন করেছে ভারতীয় হাই কমিশন।

মঙ্গলবার (২১ জুন) রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী জাতীয় ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত এ উদযাপনে স্বাগত বক্তব্য রাখেন ভারতীয় হাইকমিশনার জনাব বিক্রম দোরাইস্বামী।

বাংলাদেশের বিভিন্ন যোগ প্রতিষ্ঠান ও বিভিন্ন স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্তর্জাতিক যোগ দিবসের এই উদযাপনে অংশগ্রহণ করে। অনুষ্ঠানে ক্রীড়া ব্যক্তিত্ব, জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা, গায়কসহ বিভিন্ন সেলিব্রিটি অংশগ্রহণ নেন।

অনুষ্ঠানে ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের (আইজিসিসি) বিশেষজ্ঞ ও শিক্ষার্থীরা নানান ধরণের যোগ এবং যোগাসন প্রদর্শন করেন। 

এছাড়াও, অন্যান্য যোগ সংস্থা এবং ইনস্টিটিউটও আজকের আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে পৃথক পৃথক অনুষ্ঠানের আয়োজন করেছে।

এনএস//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি