ঢাকা, সোমবার   ২৫ নভেম্বর ২০২৪

অর্ধশত প্রতিযোগীকে ৫ লক্ষাধিক টাকার বই পুরস্কার দিল কোয়ান্টাম

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৬, ২১ জুন ২০২২

বিশ্ব মেডিটেশন দিবস উপলক্ষে ‘ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ‘ বিষয়বস্তুর উপর রচনা, চিত্রাঙ্কন, অডিও-ভিডিও এবং বাক্য লিখন প্রতিযোগিতায় অর্ধশত প্রতিযোগীকে ৫ লাখ টাকার বই পুরস্কার দিয়েছে দেশের অন্যতম মানবিক সংগঠন কোয়ান্টাম ফাউন্ডেশন।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলস্থ আইডিইবি মিলনায়তনে এক উৎসবমুখর অনুষ্ঠানে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ৫৪ জন বিজয়ী প্রত্যেকের হাতে ১০ হাজার টাকার বই তুলে দেয়া হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। কোয়ান্টাম ফাউন্ডেশনের মহাপরিচালক মাদাম নাহার আল বোখারীর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অভিযাত্রী ও পাখি বিশেষজ্ঞ ইনাম আল হক এবং চিকিৎসাবিজ্ঞানী অধ্যাপক ডা. সায়েবা আক্তার।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, নবীন প্রজন্মের স্বপ্নের মধ্য দিয়েই দেশ এগিয়ে যায়। তাই এ দেশটা কেমন হবে, দেশকে এগিয়ে নিতে তরুণ প্রজন্মকে স্বপ্ন দেখতে হবে।

তিনি আরো বলেন, প্রতিদিন অন্যকে সুখী করার চেষ্টা করতে হবে। অন্যকে সুখী করতে পারলেই নিজে সুখ পাওয়া যায়। কোয়ান্টাম ফাউন্ডেশন নানা কার্যক্রমের মধ্য দিয়ে সে কাজটিই করে যাচ্ছে। এসময় কোয়ান্টামের নানা কার্যক্রমকে ভালো মানুষ হওয়ার সহায়ক হিসেবে তিনি উল্লেখ করেন। 

প্রসঙ্গত, গত ২১ মে বিশ্ব মেডিটেশন দিবস উপলক্ষে চারটি গ্রুপে চিত্রাঙ্কন, রচনা, অডিও-ভিডিও, আলোকচিত্র ও বাক্য লিখন প্রতিযোগিতার আয়োজন করে কোয়ান্টাম। এতে স্বতঃস্ফূর্ত অংশ নেন নানান বয়সী নানা পেশার মানুষ। দেশের বিভিন্ন জেলায় সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেয় চিত্রাঙ্কন প্রতিযোগিতায়। রাজধানীর শিল্পকলায় একসঙ্গে ছবি আঁকে পাঁচশ শিক্ষার্থী। পুরো মাসজুড়ে প্রতিযোগীদের মধ্যে ছিল উৎসবমুখর আবহ। মঙ্গলবার পুরস্কার বিতরণীর মাধ্যমে শেষ হয় মাসব্যাপী এ আয়োজনের।

ফাউন্ডেশনের পক্ষ থেকে আয়োজকরা জানান, শিশু-কিশোর-তরুণ শিক্ষার্থীদের মাঝে সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন ও আশাবাদ জাগিয়ে তুলতেই এমন আয়োজন। কোয়ান্টাম বিশ্বাস করে, এই দেশ শুধু অর্থনৈতিকভাবেই নয়, মানবিক সমমর্মী মহাসমাজ হিসেবে বিশ্ব দরবারে অবস্থান নেবে।
কেআই//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি