ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

খিলগাঁও ফ্লাইওভারে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৫, ২৬ জুন ২০২২

রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারের শাহজাহানপুর ঢালে গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহী মিরাজুল ইসলাম শাওন (২২ নামে) এক যুবক নিহত ও তার এক বন্ধু আহত হয়েছেন।

রোববার (২৬ জুন) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া এ খবর নিশ্চিত করেন।

ওসি জানান, “শনিবার রাত ১১টার দিকে খিলগাঁও ফ্লাইওভারের শাহজাহানপুর ঢালে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শাওনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক রাত পৌনে ১২টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।”

নিহত শাওনের চাচা রাজা মিয়া জানান, শনিবার রাত ১১টার দিকে শাওন তার বন্ধু রাব্বিকে নিয়ে মোটরসাইকেলে যোগে সবুজবাগের বাসায় ফিরছিল। পথে খিলগাঁও ফ্লাইওভারের শাহজাহানপুর ঢালে একটি গাড়ি তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে দুজনই রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। 

পথচারীরা তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যাবার পর চিকিৎসক শাওনকে মৃত ঘোষণা করেন। আর রাব্বিকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। 

দুর্ঘটনার পর ঘাতক গাড়িটি পালিয়ে যায়।

নিহতের মিরাজুল ইসলাম শাওন (২২) শরীয়তপুর জেলার পালং থানার সিরাজুল ইসলামের পুত্র। সে ঢাকা কলেজের শিক্ষার্থী। শাওন সবুজবাগ থানার মায়াকানন মঞ্জু কমিশনার গলি এলাকায় পরিবারের সাথে ভাড়া থাকতেন। দুই ভাইয়ের মধ্যে সে ছোট।

ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি