ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

৫০ ঘণ্টা বন্ধ থাকবে ডেসকোর প্রিপেইড মিটার রিচার্জ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৬, ২৯ জুন ২০২২ | আপডেট: ১৪:২৯, ২৯ জুন ২০২২

Ekushey Television Ltd.

কারিগরি উন্নয়নের জন্য বৃহস্পতিবার (৩০ জুন) রাত থেকে আগামী ২ জুলাই (শনিবার) রাত পর্যন্ত বন্ধ থাকবে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) প্রিপেইড মিটার রিচার্জ কার্যক্রম।

ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানির (ডেসকো) পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩০ জুন বৃহস্পতিবার রাত ৯টা ৫৯ মিনিট থেকে ২ জুলাই শনিবার রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত কারিগরি উন্নয়ন কাজের জন্য ডেসকোর সব ধরনের প্রিপেইড মিটার রিচার্জ কার্যক্রম বন্ধ থাকবে।

উল্লেখিত সময়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে গ্রাহকদরকে মিটারে পর্যাপ্ত পরিমাণ ব্যালেন্স রাখতে এবং যেকোনো প্রয়োজনে ১৬১২০ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে ডেসকোর পক্ষ থেকে। পাশাপাশি সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি