ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

হলি আর্টিজানে নিহতদের প্রতি রাষ্ট্রদূতদের ফুলেল শ্রদ্ধা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৬, ১ জুলাই ২০২২ | আপডেট: ১২:০২, ১ জুলাই ২০২২

রাজধানীর গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলার ষষ্ঠবার্ষিকীতে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দূতাবাসের কর্মকর্তারা। 

শুক্রবার সকাল সাড়ে ৭টায় গুলশানের ৭৯ নম্বর সড়কের পাঁচ নম্বর প্লটের ওই ভবনের সামনে অস্থায়ী বেদিতে শ্রদ্ধা নিবেদন করেন তারা।

সেখানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি, ইতালির রাষ্ট্রদূত ইনরিকো নুনজিয়াতা, যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস এবং ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী। 

শ্রদ্ধা নিবেদন শেষে জাপানি রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, “হামলায় আমাদের দেশের সাতজন নাগরিক মারা গেছেন। তারা ঢাকা মেট্রো লাইন-১ প্রজেক্টে কাজ করতেন। আমরা তাদের ভুলব না। ওইদিনের ঘটনাও ভুলব না।”

বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, “বাংলাদেশের বন্ধু হিসেবে আমরা এ ঘটনায় খুবই ব্যথিত। আমাদের উচিত যৌথভাবে এসব ঘটনা মোকাবিলা করা যাতে এর পুনরাবৃত্তি না ঘটে।”

গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসান বলেন, “ভবনটিতে এর মালিক বসবাস করছেন। তারা চান না এখানে বিশৃঙ্খলা হোক। তবু কেউ আসলে পুলিশের সঙ্গে কথা বলে শ্রদ্ধা নিবেদন করতে পারবেন।”

প্রসঙ্গত, ২০১৬ সালের ১ জুলাই ওই জঙ্গি হামলায় দেশি-বিদেশি ২২ জন নিহত হয়েছিলেন।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি