ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ঈদ যাত্রার প্রথম ট্রেন ছাড়ল কিছুটা দেরিতে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:১৯, ৫ জুলাই ২০২২

ঈদযাত্রার প্রথমদিনে কয়েকটি ট্রেন ছাড়া সবগুলো ট্রেনই শিডিউল অনুযায়ী ছেড়েছে। শুধু রংপুর এক্সপ্রেস, নীল সাগর এক্সপ্রেস, ধুমকেতু এক্সপ্রেস ও সুন্দরবন এক্সপ্রেস কিছুটা দেরিতে ছেড়েছে। ট্রেন দেরিতে আসায় ছাড়তে দেরি হয়েছে বলে জানা গেছে। 

নির্দিষ্ট সময়ে ট্রেন ছাড়ার সব প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন কমলাপুর রেল স্টেশনের ব্যবস্থাপক।

ব্যবস্থাপক মাসুদ সারওয়ার বলেন, "রংপুর, ধুমকেতু, নীলসাগর তিনটি ট্রেন ছাড়তে একটু দেরি হয়েছে। আমাদের প্রস্তুতি স্বাভাবিকই ছিল। কিন্তু ট্রেনগুলো আসতে দেরি করায় ছাড়তে কিছু সময় বেশি লেগেছে।"

এর আগে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি সকাল ৬টা ৪০ মিনিটে ছাড়ার কথা থাকলেও ১ ঘণ্টা দেরিতে কমলাপুর ছেড়ে যায়। জামালপুরের দেওয়ানগঞ্জ বাজারগামী তিস্তা এক্সপ্রেস ট্রেনটি সাড়ে সাতটায় ছাড়ার কথা থাকলেও ৭টা ৫৫ মিনিটে স্টেশনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় যাত্রীদের।

ঈদযাত্রায় অগ্রিম টিকিট বিক্রি করা ট্রেনগুলো ছাড়ছে আজ সকাল থেকে। তবে প্রথম দিনেই যাত্রীদের ভোগান্তি বাড়িয়েছে ট্রেনের এই সিডিউল বিপর্যয়। মোট ৩৭টি ট্রেন কমলাপুর থেকে ছেড়ে যাবে আজ।

এসবি/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি