ঢাকা, সোমবার   ১০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

রেড ক্রিসেন্টের চেয়ারম্যান এটিএম আবদুল ওয়াহাবকে সংবর্ধনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৩, ৬ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

দ্বিতীয়বারের মত ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটির  গভর্নিং বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এটিএম আবদুল ওয়াহাব। 

এ উপলক্ষে বুধবার (৬ জুলাই) সকালে রাজধানীর হলি ফ্যামেলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে রেড ক্রিসেন্ট সোসাইটি, হলি ফ্যামেলি হাসপাতাল, মেডিকেল কলেজ ও নার্সিং কলেজের পক্ষ থেকে তাকে সংবর্ধনা জানানো হয়। 

এতে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটিসহ বিভিন্ন পার্টনার সোসাইটির প্রতিনিধিরা। 

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির এ বিজয় আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে বলে মনে করেন বক্তারা। 

এসময় আবদুল ওয়াহfব বলেন, “যাদের অক্লান্ত পরিশ্রমে বাংলাদেশ রেড ক্রিসেন্ট বিজয়ী হয়েছে, সেসব স্বেচ্ছাসেবক ও কর্মকর্তা-কর্মচারীর প্রতি রইল আমার আন্তরিক ধন্যবাদ। টানা দ্বিতীয়বারের মত আইএফআরসির গভর্নিং বোর্ডের সদস্য নির্বাচিত হওয়ায় যে দায়িত্বের ভার আমাদের উপর অর্পিত হয়েছে, সোসাইটির সবাইকে নিয়ে নিষ্ঠা ও ন্যায়পরায়ণতার সঙ্গে আমরা তা পালন করবো।”

গত ১৯ জুন সুইজারল্যান্ডের জেনেভোয় ১৯২টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ভারতীয় রেডক্রসকে হারিয়ে জয় পায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি