ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

রেড ক্রিসেন্টের চেয়ারম্যান এটিএম আবদুল ওয়াহাবকে সংবর্ধনা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৩, ৬ জুলাই ২০২২

দ্বিতীয়বারের মত ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেড ক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটির  গভর্নিং বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল এটিএম আবদুল ওয়াহাব। 

এ উপলক্ষে বুধবার (৬ জুলাই) সকালে রাজধানীর হলি ফ্যামেলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে রেড ক্রিসেন্ট সোসাইটি, হলি ফ্যামেলি হাসপাতাল, মেডিকেল কলেজ ও নার্সিং কলেজের পক্ষ থেকে তাকে সংবর্ধনা জানানো হয়। 

এতে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটিসহ বিভিন্ন পার্টনার সোসাইটির প্রতিনিধিরা। 

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির এ বিজয় আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করবে বলে মনে করেন বক্তারা। 

এসময় আবদুল ওয়াহfব বলেন, “যাদের অক্লান্ত পরিশ্রমে বাংলাদেশ রেড ক্রিসেন্ট বিজয়ী হয়েছে, সেসব স্বেচ্ছাসেবক ও কর্মকর্তা-কর্মচারীর প্রতি রইল আমার আন্তরিক ধন্যবাদ। টানা দ্বিতীয়বারের মত আইএফআরসির গভর্নিং বোর্ডের সদস্য নির্বাচিত হওয়ায় যে দায়িত্বের ভার আমাদের উপর অর্পিত হয়েছে, সোসাইটির সবাইকে নিয়ে নিষ্ঠা ও ন্যায়পরায়ণতার সঙ্গে আমরা তা পালন করবো।”

গত ১৯ জুন সুইজারল্যান্ডের জেনেভোয় ১৯২টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী ভারতীয় রেডক্রসকে হারিয়ে জয় পায় বাংলাদেশ রেড ক্রিসেন্ট। 

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি