ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

প্রাইভেটকার উল্টে গেলো পদ্মা সেতুর টোল প্লাজার সামনে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৮, ৭ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে সড়ক ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে গেছে একটি প্রাইভেটকার। বুধবার (৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে মাওয়া টোলপ্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে। 

দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া প্রাইভেটকারের দুই যাত্রী মো. তুহিন ও আবু সাইদকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।

মাওয়া প্রান্তের পদ্মা উত্তর থানার এসআই নজরুল ইসলাম জানান, ঢাকা থেকে খুলনা যাওয়ার পথে একটি সাদা রংয়ের দ্রুতগতির প্রাইভেটকার টোলপ্লাজার সামনে নিয়ন্ত্রণ হারায়। গাড়িটি পদ্মা সেতু উত্তর থানার মোড়ে ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে ক্ষতিগ্রস্ত কারটি সরিয়ে থানার কাছে রাখা হয়। পরে গাড়ির মালিক এটি বুঝে নেন।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি