ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

চারগুণ বেশি ভাড়া আদায়, চরম দুর্ভোগে ঘরমুখী মানুষ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:০৮, ৮ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

বাস সঙ্কট, নেই টিকিটও। চরম দুর্ভোগে ঈদে ঘরমুখী মানুষ। আর এই সুযোগ কাজে লাগিয়ে অনেক বাস কোম্পানিই টিকিট বিক্রি করছে প্রায় চার গুণ বেশি দামে। অন্যদিকে জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে চড়ে বাড়ি যাচ্ছে মানুষ। আছে সিডিউল বিপর্যয়ের অভিযোগও।

বৃহস্পতিবার শেষ কর্মদিবসের পর শুরু হয় ঈদে কর্মজীবী মানুষের বাড়ি ফেরা। শুক্রবার ভোর থেকে বাড়ে সেই চাপ। পরিবার স্বজন নিয়ে বাড়ির পথে লাখ লাখ মানুষ।

রাজধানীর মহাখালী বাস টার্মিনালে বাসের দেখা নেই। ঠাঁয় অপেক্ষায় হাজারো যাত্রী। মাঝে মধ্যে দুই একটি বাস চোখে পড়লেও আড়াইশো টাকার ভাড়া গুণতে হচ্ছে হাজার টাকা। এছাড়া ফিটনেসবিহীন লক্কড়-ঝক্কর বাসও ছেড়ে যাচ্ছে দূরপাল্লার পথে। 

তিন থেকে চারগুণ বেশি ভাড়া নেয়া হচ্ছে কেন- জানতে চাইলে দৌড়ে পালিয়ে যান বাসের স্টাফরা।

অনেকটা তেড়ে এসে কেউ কেউ বললেন এটাই নিয়ম। আর টার্মিনালের দায়িত্বে থাকা এক পুলিশ কর্মকর্তাও দিলেন দায়সারা জবাব।

পর্যাপ্ত পরিবহন নিশ্চিত না করা এবং মোটরসাইকেল চলাচল বন্ধ করে দেয়াতেই এমন ভোগান্তি, বলছেন বাইক রাইডাররা।

এদিকে, জীবনের ঝুঁকি নিয়ে ট্রেনের ছাদে চেপে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ। অভিযোগ আছে সিডিউল বিপর্যয়ের। তবে ঝক্কি ঝামেলা থাকলেও বাড়ি ফেরার আনন্দ সবার মনে। 

যাত্রাপথে বিভিন্ন স্টেশনে দীর্ঘ সময় ট্রেন দেরি করার অভিযোগও করেন যাত্রীরা।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি