ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

রাজধানীতে কোরবানির সময় আহত শতাধিক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৪, ১০ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

ঈদুল আজহার দিনে পশু কোরবানির করতে গিয়ে রাজধানী ও আশপাশের এলাকার অনেকের হাত-পা কেটেছে ধারাল অস্ত্রে। অনেকে আবার গরুর শিংয়ের গুঁতোও খেয়েছেন। 

রোববার সকাল থেকে বিকাল পর্যন্ত আহত এমন শতাধিক ব্যক্তি চিকিৎসা নিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে। 

তবে তাদের অবস্থা গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা নিয়ে সবাই ফিরে গেছেন।

ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ থেকে জানা গেছে, আহতদের কারও আঙুল কেটেছে, কোরবানি দেওয়ার সময় গরুর আঘাতে আহত হয়েছেন কেউ কেউ।

হাত, আঙুল কাটা কমপক্ষে ১০০ জন জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। তবে তাদের কারো অবস্থাই গুরুতর ছিল না। 

দক্ষ কসাই কম থাকায় প্রতিবছর কোরবানির সময় অনেকে মৌসুমি কসাইয়ের শরণাপন্ন হন, যাদের প্রায় সবাই অদক্ষ হাতে পশু কোরবানি থেকে শুরু করে মাংস কাটাকাটি করেন। ফলে এ সময় আহত হওয়ার ঘটনাও প্রতিবছর ঘটে। 

এএইচএস  
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি