ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ঢাকা-মাওয়া মহাসড়কে দুর্ঘটনায় নিহত ৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৫, ১১ জুলাই ২০২২

Ekushey Television Ltd.

ঢাকা-মাওয়া মহাসড়কের দক্ষিণ কেরানীগঞ্জের রাজেন্দ্রপুরে দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। নিহত ওই তিনজনের বাড়ি শরীয়তপুরে। তাদের একজনের নাম হাফিজ। বাকি দুজনের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

রবিবার (১০ জুলাই) এ তথ্য নিশ্চিত করেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুস সাকিব। 

তিনি বলেন, “ঢাকা-মাওয়া মহাসড়কের রাজেন্দ্রপুর উড়ালসড়কের নিচে ঢাকাগামী তিনটি গরু বোঝাই মিনিট্রাককে ধাক্কা দেয় আরেকটি ট্রাক। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। আহত আরেকজনকে পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে আনা হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।”
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি