ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

বাড়ি থেকে পাঠানো খাবার আনতে গিয়ে প্রাণ হারালেন সাইফুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৯, ১২ জুলাই ২০২২

প্রতিকী ছবি

প্রতিকী ছবি

রাজধানীর পোস্তগোলা ব্রিজে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় এক ঠিকাদার নিহত হয়েছেন। নিহতের নাম সাইফুল ইসলাম জুয়েল (৪২)।

নিহত জুয়েল মাগুরা জেলা সদর থানার আজমপুর গ্রামের ওয়াজেদ মোল্লার পুত্র। তিনি মিরপুর ১ নম্বর সেকশনে থাকতেন। 

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) মো. বাচ্চু মিয়া এ খবর নিশ্চিত করেছেন।

তিনি জানান, মঙ্গলবার দুপুর ১টার দিকে পোস্তগোলা ব্রিজে বাসের ধাক্কায় জুয়েল গুরুতর আহত হন। পরে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়না তদন্তের জন্য নিহতের মরদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে। দুর্ঘটনার পর গ্রীণ লাইন পরিবহনের বাসটি পালিয়ে যায়। 

নিহতের ছোট ভাই সাজ্জাদ হোসেন মোল্লা জানান, সাইফুল ইসলাম জুয়েল রাজধানীর মিরপুর এলাকায় থাকতেন। সেখানে ঠিকাদারির কাজ করতেন। স্ত্রী কানিজ ফাতেমা ও দু’ মেয়ে গ্রামের বাড়িতে থাকেন। বাড়ি থেকে পাঠানো খাবার আনতে গিয়ে তিনি এ দুর্ঘটনার শিকার হন।
সূত্র: বাসস
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি