ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কারওয়ান বাজারে বাসের ধাক্কায় যুবকের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১১, ১৬ জুলাই ২০২২

রাজধানীর কারওয়ান বাজারে বাসের ধাক্কায় ইব্রাহীম বিশ্বাস (২৪) নামের এক যুবক নিহত হয়েছেন। শনিবার ভোর ৪টার দিকে শাহবাগ থানাধীন প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইব্রাহীম বরিশাল উজিরপুর উপজেলার বিশ্বাসবাড়ি গ্রামের সান্টু বিশ্বাসের ছেলে। শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাহাবুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোরে ওই যুবক রিকশা করে ফার্মগেটের দিকে যাচ্ছিলেন। সোনারগাঁও হোটেলের সামনে পৌঁছালে একটি বাস পেছন থেকে রিকশাকে ধাক্কা দিলে ইব্রাহীম ছিটকে পড়েন। পরে বাসটি তাকে চাপা দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
 
দুর্ঘটনার পরই বাসটি পালিয়ে গেছে। এর চালককে আটক করা সম্ভব হয়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি