ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

রিকশা উল্টে ইডেন ছাত্রীর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৫, ২১ জুলাই ২০২২

রাজধানীর পুরান ঢাকার ইসলামবাগে রিকশা উল্টে সালমা আক্তার (২৪) নামের এক ইডেন কলেজের শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। তিনি মাস্টার্স শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

বৃহস্পতিবার (২১ জুলাই) ভোর ৪টার দিকে এই ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় সালমাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ভোর পাঁচটার দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচতো ভাই মো. হাসান জানান, ঈদের ছুটি শেষে ভোলা থেকে লঞ্চযোগে এসে সদরঘাটে নামেন। পরে একটি রিকশা করে ইডেন কলেজের হোস্টেলে আসার পথে পুরান ঢাকার ইসলামবাগ এলাকায় হঠাৎ সেটি উল্টে যায়। এতে রিকশা থেকে সড়কে পড়ে সালমা গুরতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত সালমা ভোলার চরফ্যাশন উপজেলার ওমরপুর গ্রামের গোলাম কিবরিয়ার কন্যা। পড়ালেখার কারণে তিনি ইডেন কলেজের রাজিয়া বেগম ছাত্রী নিবাসে থাকতেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি