ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

রাজধানীতে তৃতীয় লিঙ্গের একজনের আত্মহত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৮, ২৮ জুলাই ২০২২

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

Ekushey Television Ltd.

রাজধানীর গোপীবাগে অন্তরা (২২) নামে তৃতীয় লিঙ্গের একজন গলায় ফাঁস নিয়ে ‘আত্মহত্যা’ করেছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুর ২টার দিকে গোপীবাগ রেলগেট সংলগ্ন একটি বাসার ৭ তলায় এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় অন্তরাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক পৌনে ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করে।

কী কারণে অন্তরা গলায় ফাঁস দিয়েছেন তা জানা যায়নি। তার বাড়ি নোয়াখালী জেলার সোনাইমুড়ী উপজেলায়।

তাকে হাসপাতালে নিয়ে যাওয়া বন্ধু আব্দুল হালিম জানান, তিনি নিজে টিকাটুলি এলাকায় থাকেন। দুপুরে অন্তরাকে বারবার ফোন দিলেও তিনি রিসিভ করছিলেন না। পরে তিনি অন্তরার বাসায় গিয়ে অনেকবার দরজায় নক করেন। তবুও ভেতর থেকে কোনো সাড়াশব্দ পাচ্ছিলেন না। তখন জানালা দিয়ে দেখতে পান অন্তরা ফ্যানের সঙ্গে গলায় ওড়না দিয়ে ফাঁস দিয়ে ঝুলছেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি