ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

চলমান সাম্প্রদায়িক হামলা পরিকল্পিত ষড়যন্ত্র (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৬, ২৮ জুলাই ২০২২ | আপডেট: ২১:৫৭, ২৮ জুলাই ২০২২

চলমান সাম্প্রদায়িক হামলা পরিকল্পিত ষড়যন্ত্র। উন্নয়ন অগ্রযাত্রা রুখে দেয়ার পাশাপাশি বিশ্বে বাংলাদেশের মর্যাদাকে প্রশ্নবিদ্ধ করতে এই চক্রান্ত বলে জানিয়েছেন বিশিষ্টজনরা।

বৃহস্পতিবার (২৮জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে দেশজুড়ে সাম্প্রদায়িক হামলার নিন্দা জানিয়ে  মতবিনিময় সভা করে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।

সভায় বিশিষ্টজনেরা বলেন, কোনো ঘটনাই বিচ্ছিন্ন নয়, একসূত্রে গাঁথা। দেশকে পিছিয়ে দেয়ার ষড়যন্ত্র।

বক্তারা বলেন, শুধু আইন নয় তার প্রয়োগ যেমন থাকতে হবে পাশাপাশি জেগে উঠতে হবে বাংলার জাগ্রত জনতাকে। সৃষ্টি করতে হবে গণজাগরণ।

এসব হামলার সাথে জড়িতদের চিহ্নিত করে সঠিকভাবে আইনের আওতায় আনা না হলে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধ হবে না বলেও মন্তব্য বক্তাদের।

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি