ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

কাটাসুরে স্ত্রীর সামনে স্বামীর আত্মহত্যা!

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০১, ২৯ জুলাই ২০২২

রাজধানীর মোহাম্মদপুর কাটাসুরের একটি বাসায় এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। তার নাম খন্দকার আশিকুর রহমান (২৫)। ঘটনার আগ মুহূর্তে স্ত্রীর হাত-পা বেঁধে এরপর নিজেই গলায় ফাঁস দেন বলে দাবি করেছেন তার স্ত্রী। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে কাটাসুর ২ নম্বর গলি ৯৩/১ নম্বর বাসার নিচ তলায় এ ঘটনা ঘটে।

শুক্রবার এ তথ্য নিশ্চিত করেছে পুলিশ।

জানা যায়, ঘটনার পর প্রতিবেশী ভাড়াটিয়ারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রাত ৩টার দিকে মৃত ঘোষণা করেন। আশিকুর রাজধানীতে মোটরসাইকেল রাইড শেয়ারিং করতেন।

মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আলতাফ হোসেন জানান, পাঁচ মাস আগে প্রেমের সম্পর্কে তানজিলা আক্তার মারিয়া নামে এক তরুণীকে বিয়ে করেন তিনি। তার স্ত্রী বনানীতে একটি কুরিয়ার সার্ভিস কোম্পানীতে চাকরি করেন। তার স্ত্রীর দাবি, পারিবারিক কলহের কারণে কথা কাটাকাটির এক পর্যায়ে রুমের ভেতর আশিকুর তার হাত-পা রশি দিয়ে এবং মুখ বালিশের কভার দিয়ে বাঁধে। এরপর তিনি নিজেই ফ্যানের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেন। পরে কৌশলে স্ত্রী নিজের হাত পায়ের বাঁধন খুলে তাকে ঝুলন্ত অবস্থায় থেকে নিচে নামান।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি