ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

বনানীতে সড়ক দুর্ঘটনায় অটোরিকশাচালক নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪৩, ১২ আগস্ট ২০২২

রাজধানীর বনানীতে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালিত অটোরিকশার এক চালক নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৫৫ বছর। নিহতের নাম ঠিকানা জানা যায়নি। এ ঘটনায় এক নারী যাত্রী আহত হয়েছেন। তিনি বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার (১১ আগস্ট) দিবাগত রাত সোয়া ২টার দিকে বনানী স্টেডিয়াম সংলগ্ন রাস্তায় এ দুর্ঘটনা ঘটে।  

বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) জুবাইদুল ইসলাম গণমাধ্যমে জানান, বনানী স্টেডিয়ামের পাশে অটোরিকশাটি দুর্ঘটনার কবলে পড়লে এর চালক ও এক নারী যাত্রী আহত হন। এ অবস্থায় পুলিশ তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নেওয়ার পর চালক মারা যান। অটোরিকশাটিতে আহত নারীর সঙ্গে তার ছেলেও ছিলেন। তবে তার তেমন কিছু হয়নি।  

তিনি আরও জানান, কীভাবে এ দুর্ঘটনা ঘটেছে, এখনো জানা যায়নি।

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি