ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

৭৬তম স্বাধীনতা দিবসে ভারতীয় হাই কমিশনে নানা আয়োজন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৩৩, ১৫ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

ঢাকায় ভারতীয় হাই কমিশন নানা আয়োজনে দেশটির ৭৬তম স্বাধীনতা দিবস পালন করছে। 

হাই কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সোমবার (১৫ আগস্ট) সকালে হাই কমিশনের চ্যান্সেরি প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা করেন ঢাকায় ভারতের হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী। 

এ সময় তিনি স্বাধীনতা দিবস উপলক্ষে দেয়া দেশটির রাষ্ট্রপতির ভাষণের কিছু অংশ পড়ে শোনান। 

সেখানে আইজিসিসি শিক্ষকদের নেতৃত্বে ভারতের একদল সদস্য জাতীয় সঙ্গীত ও দেশাত্মবোধক গান পরিবেশন করেন। 

এ বছরের স্বাধীনতা দিবস ভারতের স্বাধীনতার ৭৫তম বছরকে চিহ্নিত করে এবং ‘আজাদি কা অমৃত’ মহোৎসবের অংশ হিসেবে এই আয়োজন উৎসাহ-উদ্দীপনার মাধ্যমে পালিত হচ্ছে। 

এএইচএস 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি