ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

উত্তরায় প্রাইভেটকারের ওপর পড়েছে গার্ডার, নিহত ৪

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:১৯, ১৫ আগস্ট ২০২২ | আপডেট: ১৭:৫৬, ১৫ আগস্ট ২০২২

রাজধানীর উত্তরায় বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পে ক্রেন থেকে পড়ে যাওয়া গার্ডারের চাপায় প্রাইভেট কারের চার আরোহীর মৃত্যু হয়েছে। 
এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

সোমবার (১৫ আগস্ট) বিকালে উত্তরার জসীমউদ্দীন সড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন উত্তরা পশ্চিম থানার ওসি মো. মহসিন।

বিকাল পৌনে ৬টার দিকে তিনি বলেন, “চারজনের লাশ গাড়ির ভেতরেই রয়েছে। এছাড়া দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।”

গাড়িটির মালিক, একজন নারী ও দুই শিশু গাড়ির ভেতরে আটকে আছেন বলে জানান ওসি মহসিন।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা দেওয়ান আজাদ হোসেন বলেন, “একটি ক্রেন দিয়ে গার্ডার ওঠানোর সময় প্রাইভেটকারের উপর পড়ে গেলে ছয়জন চাপা পড়েন।”

ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে বলে তিনি জানান

এএইচএস
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি