ঢাকা, শনিবার   ১২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শোক দিবসে ঢাকা ক্লাবের খাবার বিতরণ ও দোয়া মাহফিল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৩, ১৬ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা ক্লাবের পক্ষ হতে সরকারি শিশু পরিবার এতিমখানায় ও রাজধানীর সামাজিক সংস্থা “ভালো কাজের হোটেল” এর সহযোগিতায় সমাজের দরিদ্র ও দুঃস্থ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

সোমবার (১৫ আগস্ট) দুপুর সাড়ে ৩টায় ক্লাব প্রাঙ্গণে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঢাকা ক্লাবের সভাপতি খন্দকার মশিউজ্জামান (রোমেল)। 

আরও উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য তানভীর আজিজ খান, খোজেস্তা নূর-ই নাহারীন মুন্নী, মোজাহারুল হক শহীদ, এস এম সাজ্জাদ হোসেন, নাজমা আক্তার ও মো: রেজাউল করিম। 

এছাড়াও সিএসআর কমিটির উপদেষ্টা শ্যামল দত্ত, খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাগণ, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, সুধীজন এবং ক্লাবের অন্যান্য সদস্য ছাড়াও কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন। 

বাদ আসর বিশেষ দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি