ঢাকা, সোমবার   ১০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নিয়ন্ত্রণে মাতুয়াইলের প্যাকেজিং কারখানার আগুন 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০২, ১৮ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

রাজধানীর মাতুয়াইলের কোনাপাড়ায় প্যাকেজিং কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) সকাল ৯টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে সকাল ৭টা ৩৫ মিনিটে কোনাপাড়ার কলেজ রোড এলাকার ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস সদরদপ্তরের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সকাল সাড়ে ৭টা ৪৪ মিনিটে খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও তিনটি ইউনিট সেখানে অংশ নেয়।

ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত হতাহতের কোনো তথ্য নেই।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি