ট্রেনে কাটা পড়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক উপ-মহাব্যবস্থাপক নিহত
প্রকাশিত : ১৫:৩৮, ২০ আগস্ট ২০২২
রাজধানীর খিলগাঁওয়ে ট্রেনের নিচে কাটা পড়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক উপ-মহাব্যবস্থাপক মারা গেছেন।
শনিবার খিলগাঁও রেলগেটের সংলগ্ম পশ্চিম পাশে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি জামালপুর জেলার মেলান্দহ থানার ঝাইপাড়া গ্রামের মৃত মো. তৈয়ব আলীর পুত্র মো. ফখরুল ইসলাম (৫৯)।
ঢাকা রেলওয়ে থানার ডিউটি অফিসার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফ এ তথ্য জানান।
ঢাকা রেলওয়ের থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রিয়াজ মাহমুদ জানান, শনিবার সকাল টা ৩৫ মিনিটে খিলগাঁও রেলগেট সংলগ্ম পশ্চিম পাশে রেললাইন দিয়ে পায়ে হেঁটে খিলগাঁওয়ের দিকে আসার সময় খুলনা থেকে ছেড়ে আসা কমলাপুরগামী ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেনের নিচে কাটা পড়েন ফখরুল ইসলাম। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে ঢাকা রেলওয়ে থানা (জিআরপি) পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে।
নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে ঢাকা কমলাপুর রেলওয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি।
এসএ/
আরও পড়ুন