ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

বিসিবি পরিচালকের বাসা থেকে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৬, ২১ আগস্ট ২০২২

রাজধানীর গুলশানে বিসিবি পরিচালক জালাল ইউনুসের বাসার গৃহকর্মী নুন নাহার (২৪) এর মরদেহ ইউনাইটেড হাসপাতাল থেকে উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২০ আগস্ট) রাতে গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওয়ালিয়ার এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গুলশান-২ এর ৮১ নম্বর রোডের ৮ নম্বর বাড়ির একটি ফ্ল্যাট থেকে ওই গৃহকর্মীর মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে। আমরা জানতে পেরেছি ফ্ল্যাটটি বিসিবির এক কর্মকর্তার।

এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত চলছে বলেও তিনি জানান।

জানা গেছে, মৃত গৃহকর্মীর নাম নুন নাহার। তার বাড়ি ময়মনসিংহের নান্দাইল উপজেলায়। বাবার নাম মোতালেব হোসেন। তিনি বিবাহিতা ছিলেন।

এ বিষয়ে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হোসেন জাগো নিউজকে বলেন, খবর পেয়ে দুপুর ১২টার দিকে ইউনাইটেড হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢামেকে পাঠানো হয়।

এমএম/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি