ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

যৌক্তিক ভাড়া নির্ধারণের আশ্বাসে সড়ক ছাড়ল শিক্ষার্থীরা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৩১, ২৩ আগস্ট ২০২২ | আপডেট: ২০:৩৮, ২৩ আগস্ট ২০২২

বনানীতে বিক্ষোভরত শিক্ষার্থীরা

বনানীতে বিক্ষোভরত শিক্ষার্থীরা

Ekushey Television Ltd.

বাসে অর্ধেক ভাড়ার দাবিতে ফের আন্দোলনে নেমেছে রাজধানীর শিক্ষার্থীরা। এতে বনানী বিভিন্ন সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, বাড়ে যানজট। বৃহস্পতিবার যৌক্তিক ভাড়া নির্ধারণ করার আশ্বাস পেয়ে, আাড়াই ঘণ্টা পর সড়ক ছেড়ে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা।

রাজধানীতে বাসে অর্ধেক ভাড়ার দাবিতে মঙ্গলবার দুপুরে বনানী পোস্ট অফিসের সামনের সড়কে অবস্থান য়ে শতাধিক শিক্ষার্থী। 

বনানী বিদ্যানিকেতন স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের সঙ্গে অন্য কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এতে অংশ নেয়। 

শিক্ষার্থীদের অভিযোগ, গুলশান বনানী নতুনবাজার রোডে চক্রাকার বাসে ছাত্র-ছাত্রীদের অর্ধেক ভাড়া নেয়া হচ্ছে না। মাত্র আড়ই কিলোমিটার দূরত্বে ভাড়া নেয়া হচ্ছে ৩০ টাকা। তাই বাধ্য হয়ে তারা সড়কে নেমেছে। 

শিক্ষার্থীদের আন্দোলনের কারণে কামাল আতাতুর্ক সড়কে গুলশান-২ গামী যান চলাচল বন্ধ হয়ে যায়। এই যানজট ছড়িয়ে পড়ে আশে পাশের সড়কে।

আগামী ২৫ আগস্ট (বৃহস্পতিবার) মালিকপক্ষ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকেরা বসে যৌক্তিক ভাড়া নির্ধারণ করবেন- এমন আশ্বাসে বেলা আড়াইটার দিকে সড়ক ছেড়ে দেয় আন্দোলনরত শিক্ষার্থীরা। 

এদিন, একই দাবিতে রাজধানীর তেজগাঁও এলাকায় বিক্ষোভ করেছে ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরাও।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি