ঢাকা, সোমবার   ১০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

রাজধানীর বিজয়নগরে ইলেকট্রনিক্স গোডাউনে আগুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২০, ২৪ আগস্ট ২০২২ | আপডেট: ২০:৫৮, ২৪ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

রাজধানীর বিজয়নগরের একটি দোতলা ভবনে থাকা একটি ইলেকট্রনিক্স গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট।

বুধবার (২৪ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিজয়নগরের হোটেল ৭১-এর গলিতে হামিম ইলেকট্রনিক্সের ওই গোডাউনে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, খবর পেয়ে ৬টা ৪০ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের আরও পাঁচটি ইউনিট তাদের সঙ্গে যোগ দেয়। পরে আরও দুটি ইউনিট সেখানে পাঠানো হয়। সবমিলিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে এখন মোট ১৩টি ইউনিট একযোগে কাজ করছে।

তবে, প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি