ঢাকা, সোমবার   ১০ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

হাজারীবাগের আগুন নিয়ন্ত্রণে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৫৬, ৩১ আগস্ট ২০২২

Ekushey Television Ltd.

রাজধানীর হাজারীবাগের বটতলা কালুনগর বালুর মাঠ এলাকার বেশ কয়েকটি টিনসেট ঘরে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে।  ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। 

বুধবার ফায়ার সার্ভিস সদর দফতর থেকে ডিউটি অফিসার এরশাদ হোসেন গণমাধ্যমকে জানান, সন্ধ্যা সোয়া ছয়টায় অগ্নিকাণ্ডের সংবাদ পাওয়া যায়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকেও আগুন নিয়ন্ত্রণের খবর পাওয়া যায়। ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। এখন পর্যন্ত কোনো হতাহতের বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে ঘটনাস্থল থেকে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুজ্জামান গণমাধ্যমকে জানান, বটতলা কালুনগর বালুর মাঠ এলাকায় টিনশেড ঘরগুলোতে আগুন লাগে। এখানে প্রায় ২০ থেকে ২৫টি টিনশেড ঘর রয়েছে। সবগুলো ঘরেই আগুন ছড়িয়ে পড়েছিল।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি