ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ভাদ্রে আকাশ ভেঙে নামলো বৃষ্টি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৬, ৫ সেপ্টেম্বর ২০২২ | আপডেট: ১৫:১১, ৫ সেপ্টেম্বর ২০২২

এ বছর বর্ষাকালে টুকটাক বৃষ্টি হলেও আকাশ ভাঙা বৃষ্টির দেখা মেলেনি। এদিকে প্রকৃতিতে চলে এসেছে শরৎ কাল। শরতের ভাদ্র মাসেও যখন তাপপ্রবাহে কাহিল রাজধানীবাসী ঠিক তখনই মুষলধারে বৃষ্টি।

সোমবার দিনভর উজ্জ্বল সূর্যকিরণ থাকলেও দুপুর পেরোতে না পেরোতেই রাজধানীতে ঈষাণকোনে মেঘ জমতে থাকে।েএক পর্যাযে নামে বড় বড় বৃষ্টির ফোঁটা। 

হঠাৎ বৃষ্টি নামায় স্বস্তি নেমে এলেও রাস্তায় কর্মব্যস্ত মানুষ পড়েন ভোগান্তিতে। অনেককেই আশ্রয় নিতে দেখা গেছে ফ্লাইওভার, ওভারব্রিজের মতো স্থাপনার নিচে।  

দুদিন আগে শুক্রবার সন্ধ্যাতেও হাঁসফাঁস গরম কমাতে নেমেছিলো এক পশলা বৃষ্টি। তবে তা খুব একটা ঠাণ্ডা করতে পারেনি রাজধানীর মাটি। 

এর আগে আজকের পূর্বাভাসে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছিল দেশের আটটি বিভাগের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। ফলে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ডিমলায় ৫৬ মিলিমিটার। আর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস।

সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের দুএক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, মৌসুমী বায়ুর অক্ষ রাজস্থান, পাঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।

এসবি/ 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি