ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

খেলাঘর শিশু পার্লামেন্টের ভার্চ্যুয়াল অধিবেশন শনিবার 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৬, ১০ সেপ্টেম্বর ২০২২

খেলাঘর জাতীয় শিশু পার্লামেন্ট ২০২১-২০২২’র তৃতীয় ভার্চ্যুয়াল অধিবেশন শুরু হচ্ছে আজ শনিবার। এতে অনলাইন জুম প্লাটফর্মে অংশ নেবেন সারাদেশের শতাধিক শিশু-কিশোর। এবারের অধিবেশনে ‘শিশুদের স্বপ্ন: মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর বাংলাদেশ’ বিষয়ে বক্তব্য উপস্থাপন করবেন তারা।

শনিবার (১০ সেপ্টেম্বর) সকাল দশটায় শুরু হবে অধিবেশন।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে শিশু পার্লামেন্ট পরিচালনা করছে মুক্তিযুদ্ধের চেতনায় লালিত দেশের সর্ববৃহৎ জাতীয় শিশু-কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসর। সংগঠনের গৌরবময় ৭০ বছর পূর্তি উৎসবেরও বিশেষ আয়োজন হিসেবে বসছে এবারের অধিবেশন। 

গত বছরের ২৮ মার্চ উদ্বোধনী অধিবেশনে শুরু হওয়া পার্লামেন্টের দ্বিতীয় অধিবেশন বসে পরদিন ২৯ মার্চ।

জাতীয় সংগীতে শুরু হতে যাওয়া শিশু পার্লামেন্টে উদ্বোধনী বক্তব্য দেবেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর চেয়ারম্যান অধ্যাপক পান্না কায়সার। অতিথি বক্তা হিসেবে প্রস্তাবনার ওপর মূল বক্তব্য দেবেন বরেণ্য শিক্ষাবিদ-সাহিত্যিক অধ্যাপক যতীন সরকার ও বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মৃধা বেনু।

অধিবেশনে সভাপতিত্ব করবেন শিশু পার্লামেন্টের স্পিকার খেলাঘর কেন্দ্রীয় কমিটির সভাপতিমণ্ডলীর সদস্য অধ্যাপক নিরঞ্জন অধিকারী। ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করবেন সভাপতিমণ্ডলীর সদস্য সাংবাদিক চিত্তরঞ্জন শীল, অধ্যক্ষ শরীফ আহমেদ ও অ্যাডভোকেট ইমাম হোসেন ঠাণ্ডু। 

শুভেচ্ছা বক্তব্য ও ধন্যবাদ জ্ঞাপন করবেন খেলাঘর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রণয় সাহা ও পার্লামেন্ট প্রস্তুতি কমিটির যুগ্ম আহ্বায়ক কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুনীল কুমার সরকার।

এবারের অধিবেশনও যথারীতি সরাসরি সম্প্রচারিত হবে কেন্দ্রীয় খেলাঘর আসরের ফেসবুক পেজ এবং জুম প্লাটফর্মে।  

উল্লেখ্য, শিশু পার্লামেন্টের সমাপনী অধিবেশন বসবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি চত্তরে। সবগুলো অধিবেশন থেকে নির্বাচিত শিশু-কিশোর সংসদ সদস্যরা সরাসরি অংশ নেবেন সেখানে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি