ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

কাপ্তানবাজারে আগুনে পুড়ল দুই দোকান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৩৪, ২০ সেপ্টেম্বর ২০২২

রাজধানীর পুরান ঢাকার কাপ্তানবাজারে বৈদ্যুতিক সরঞ্জামের দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে দুটি বৈদ্যুতিক সরঞ্জামের দোকান পুড়ে গেছে।

মঙ্গলবার ভোর ৬টার দিকে কাপ্তানবাজারে দুই তলা এরশাদ মার্কেটের নিচতলায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা রাশেদ বিন খালেদ গণমাধ্যমকে বলেন, “বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়। তবে কেউ হতাহত হননি।”

ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় ভোর সাড়ে ৬টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিন্তু ততক্ষণে দোকান দুটির মালামাল পুড়ে যায়।

এতে প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা দিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তা খালেদ।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি