ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

৭৬ নবজাতকের মাঝে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার দিল সেচ্ছাসেবক লীগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৪, ২৯ সেপ্টেম্বর ২০২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে ৭৬ জন নবজাতক এবং তাদের মায়েদের মাঝে বঙ্গবন্ধু কন্যার শুভেচ্ছা স্মারক প্রদান করেছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। 

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন হাসপাতালে নবজাতকের পিতা-মাতার কাছে তাদের সন্তানের জন্য এ শুভেচ্ছা স্মারক দেয়া হয়।

উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের রূপকার প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ৭৬তম শুভ জন্মদিন ছিল ২৮ সেপ্টেম্বর। এ উপলক্ষে নবজাতকদের জন্য বঙ্গবন্ধু কন্যার শুভেচ্ছা স্মারক প্রদান করে বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগ। ঢাকার বিভিন্ন হাসপাতালে নবজাতকের পিতা মাতার কাছে তাদের সন্তানের জন্য শুভেচ্ছা স্মারক দেওয়া হয়।

এরই অংশ হিসেবে রাজধানীর হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতকদের পিতা-মাতার হাতে শুভেচ্ছা স্মারক পৌঁছে দেন কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শামীম শাহারিয়ার, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফাসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এ সময় নাফিউল করিম নাফা বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৬তম জন্মদিন উপলক্ষে আমরা বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে ৭৬ জন নবজাতক এবং তাদের মায়েদের জন্য বঙ্গবন্ধু কন্যার শুভেচ্ছা স্মারক প্রদান করেছি। তবে নবজাতকের সংখ্যা বেশী হওয়ায় আমরা আরো কিছু বেশী উপহার দিয়েছি।’

উপহার পেয়ে নবজাতকদের মা-বাবাসহ পরিবারের সদস্যগণ উচ্ছ্বসিত হন। একজন মা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আমাদের সন্তানের জন্য আশীর্বাদ স্বরুপ। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এবং তার দীর্ঘায়ু কামনা করি।

এ সময় আরো উপস্থিত ছিলেন- হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. দীপি বড়ুয়া ও হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রিতম মজুমদার ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীগণ।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি