ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালকের অপসারণ চায় মুক্তিযুদ্ধ মঞ্চ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২৪, ২৯ সেপ্টেম্বর ২০২২

Ekushey Television Ltd.

শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকের অবহেলায় মৃত্যুর ঘটনায় প্রতিবাদ করায় বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমানকে হাসপাতাল পরিচালকের রুমে আটকে রেখে মারধর ও নির্যাতনে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচী পালন করে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) বিকাল ৪টায় এই প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।   

সংগঠনের সাধারণ সম্পাদক আল মামুন এর সঞ্চালনায় কর্মসূচীতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। 

বক্তব্য রাখেন ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান, সংগঠনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিন মজুমদার, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সনেট মাহমুদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমাণ্ডের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান লিটন, মুক্তিযোদ্ধার সন্তান ও প্রজন্মের আহ্বায়ক অহিদুল ইসলাম তুষারসহ অনেকে।

সংগঠনের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসায় অবহেলাজনিত কারণে স্ত্রীর মৃত্যুর ঘটনায় প্রতিবাদ করায় বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমানকে হাসপাতাল পরিচালকের রুমে আটকে রেখে মারধর ও নির্যাতন করার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। হাসপাতালের পরিচালককে দ্রুত অপসারণ করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

ভুক্তভোগী বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান বলেন, সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে সঠিকভাবে চিকিৎসা না দেয়ার কারণে আমার স্ত্রীর মৃত্যু হয়েছে। স্ত্রীর মৃত্যুর বিচার না পেয়ে উল্টো আমাকে পরিচালকের রুমে আটকে রেখে মারধর ও নির্যাতন করা হয়েছে। আমার মেয়ে ও ছেলেকে নির্মমভাবে পিটিয়ে আহত করা হয়েছে। আমার এক মেয়েকে শারীরিক ভাবে নির্যাতন করা হয়েছে। 

সংগঠনের সাধারণ সম্পাদক আল মামুন বলেন, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদেরকে সর্বোচ্চ সম্মান দেয়া রাষ্ট্রের নৈতিক দায়িত্ব। কিন্তু সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে একজন বীর মুক্তিযোদ্ধার স্ত্রীকে সঠিক চিকিৎসা না দিয়ে উল্টো সেই বীর মুক্তিযোদ্ধাকে মারধর ও নির্যাতন করা হয়েছে। এধরণের ন্যাক্কারজনক ঘটনার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। সমগ্র বাংলাদেশে বীর মুক্তিযোদ্ধা পরিবারদের ওপর যেভাবে হামলা, মামলা ও নির্যাতন হচ্ছে তার স্থায়ী প্রতিকার দরকার।

তিনি আরও জানান, আগামী ৭২ ঘন্টার মধ্যে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালককে অপসারণসহ জড়িত সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। অন্যথায় স্বাস্থ্য মন্ত্রীর অপসারণের এক দফা দাবিতে বীর মুক্তিযোদ্ধাদের সাথে নিয়ে কঠোর কর্মসূচী পালন করবে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি