ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

আজ ১১ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১২, ১ অক্টোবর ২০২২

রাজধানীর গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি এলাকায় আজ শনিবার ১১ ঘণ্টা গ্যাস থাকবে না। এদিন দুপুর ২টা থেকে রাত ১টা পর্যন্ত গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় তিতাস গ্যাস।

এতে বলা হয়, পাইপ লাইনের জরুরি কাজের জন্য সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস থাকবে না গ্যাস তা হলো তেজগাঁও, মহাখালী, গুলশান, বনানী, নতুন বাজার ও বাড্ডার খিল বাড়িরটেক এলাকা।

এছাড়া এসব এলাকার আশপাশের এলাকায় গ্যাসের চাপ কম থাকবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি