ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

গুলশানে স্পা সেন্টারে অভিযান: নারীসহ আটক ২৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪১, ১০ অক্টোবর ২০২২

রাজধানীর গুলশান এলাকার তিনটি স্পা সেন্টারে অভিযান চালিয়ে পতিতাবৃত্তি ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে নারীসহ ২৫ জনকে আটক করেছে পুলিশ। রোববার (৯ অক্টোবর) দিবাগত রাতে গুলশান-১ ও গুলশান-২ এলাকায় এ অভিযান চালানো হয়।

পুলিশের দাবি, এসব স্পা সেন্টারে অনৈতিক কর্মকাণ্ড চলছে, এমন খবর পেয়েই সেখানে অভিযান চালানো হয়। স্পা সেন্টারগুলো হচ্ছে: গুলশান-১-এর লোটাস থাই স্পা, গুলশান-২-এর দ্য বেস্ট স্পা ও অপ্পো থাই স্পা সেন্টার।

অভিযানে আটক ব্যক্তিদের মধ্যে ১৯ জন নারী ও ৬ জন পুরুষ।
 
গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মিরাজ আকন বিষয়টি নিশ্চিত করে বলেন, “এসব স্পা সেন্টারে স্পার বদলে পতিতাবৃত্তি পরিচালিত হচ্ছে, এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। দেখা যায়, স্পা সেন্টারগুলোতে পতিতাবৃত্তির কাজ চলছিল। পরে স্পা সেন্টারগুলো থেকে ২৫ জনকে আটক করা হয়।”

আটক ব্যক্তিদের বিরুদ্ধে গুলশান থানায় একটি মামলা প্রক্রিয়াধীন বলেও জানান মিরাজ আকন।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি