ঢাকা, শনিবার   ০১ ফেব্রুয়ারি ২০২৫

ঢাকা সেনানিবাসে তিন শান্তিরক্ষীর জানাজা সম্পন্ন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪১, ১৫ অক্টোবর ২০২২ | আপডেট: ১০:৪৩, ১৫ অক্টোবর ২০২২

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে অপারেশন পরিচালনার সময় আইইডি বিস্ফোরণে নিহত বাংলাদেশ সেনাবাহিনীর তিন শান্তিরক্ষীর জানাজা সম্পন্ন হয়েছে। 

শনিবার (১৫ অক্টোবর) সকালে ঢাকা সেনানিবাসের আর্মি এভিয়েশেন হ্যাঙ্গারে জানাজায় সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদসহ ঊর্ধ্বতন সেনা কর্মকর্তারা অংশ নেন। 

সেনাপ্রধান নিহত শান্তিরক্ষীদের কফিনে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তাদের মরদেহ সেনাবাহিনীর হেলিকপ্টারে নিজ নিজ গ্রামে পাঠানো হয়। 

৩ অক্টোবর সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আভিযানিক কার্যক্রম পরিচালনাকালে বাংলাদেশী তিন শান্তিরক্ষী আইইডি বিস্ফোরণে নিহত হন। 

এ পর্যন্ত জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের ১২৯ জন সেনাসদস্য প্রাণ বিসর্জন দিয়েছেন।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি