ঢাকা, মঙ্গলবার   ০৭ জানুয়ারি ২০২৫

কাকরাইলে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:০৮, ২৩ অক্টোবর ২০২২

রাজধানীর কাকরাইলের সড়ক দুর্ঘটনায় ওলিউল্লাহ মোল্লা (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। 

শনিবার (২২ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে কাকরাইল মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ১১টায় চিকিৎসক মৃত ঘোষণা করেন।

রমনা থানার উপপরিদর্শক (এসআই) মাহমুদুল হাসান জানান, কাকরাইল মসজিদ আইডিইবি ভবনের সামনের রাস্তায় কোনো এক যানবাহনের ধাক্কায় আহত হন ওই ব্যক্তি। খবর পেয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ওই ব্যক্তির কাছে একটি ব্যাগ ছিল। ব্যাগের ভিতরে একটি মুঠোফোন পাওয়া গেছে। স্বজনদের সঙ্গে কথা বলে তার নাম জানা গেছে। তার বাড়ি চাঁদপুর জেলার কচুয়া উপজেলার নোয়াগাও গ্রামে। তাবলিগ জামাতের সঙ্গে কাকরাইল মসজিদে এসেছিলেন তিনি।

এসআই জানান, স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা চাঁদপুর থেকে ঢাকায় আসছেন। পরে বিস্তারিত জানা যাবে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি