প্রেস ক্লাবের সামনে মা-মেয়ের আত্মহত্যার চেষ্টা
প্রকাশিত : ১৫:২১, ২৯ অক্টোবর ২০২২
জাতীয় প্রেস ক্লাবের সামনে আত্মহত্যার চেষ্টা করেছেন মা ও মেয়ে। নারায়ণগঞ্জের বরফা এলাকার হান্নান নামে এক আওয়ামী লীগ নেতা তাদের জমি ও বাড়ি দখল করে নিয়েছে অভিযোগ করে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন শিরিন খান ও তার মেয়ে। এসময় উপস্থিত জনতা ও পুলিশ তাদের বাধা দিয়ে চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়।
শনিবার (২৯ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এই ঘটনা ঘটে। ভুক্তভোগী শিরিন খান জানান, এর আগেও তিনি এরকম কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছেন। দুই দিন আগেও তিনি গলায় রশি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। তার দাবি, নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার বরফা এলাকায় তিনি আট বছর আগে জমি কিনে বাড়ি করেন। সেখানে পরিবার নিয়ে বসবাস করছেন। কিন্তু স্থানীয় আওয়ামী লীগ নেতা হান্নান দীর্ঘদিন ধরে তাকে বাড়ি ছাড়তে চাপ দিচ্ছিলেন। তিনি শিরিন খানের নামে মামলাও করেছেন। গত দুই মাস ধরে শিরিন খান তার পরিবার নিয়ে বাড়ি যেতে পারছেন না।
শিরিন খান বলেন, আমার স্বামী অসুস্থ। তিনি এসব যন্ত্রণা সহ্য করতে না পেরে আমাদের ছেড়ে চলে গেছেন। কোথায় আছেন তা আমি জানি না। আমি স্থানীয় মানুষ ও প্রশাসনের সহযোগিতা চেয়ে ব্যর্থ হয়েছি। পুলিশকে জানালে পুলিশ সহযোগিতা করছে। কিন্তু স্থানীয়দের সঙ্গে পেরে উঠছে না। হান্নান বলছে আমাদের আর বাড়ি না যেতে। জমির দলিলপত্র সব দিয়ে দিতে।
তিনি আরও বলেন, বিভিন্নজনের দ্বারে দ্বারে ঘুরে কোনও উপায় না পেয়ে এই আত্মহত্যার পথ বেছে নিয়েছি।
ঘটনাস্থলে উপস্থিত পুলিশ সদস্যরা জানান, জমিজমা সংক্রান্ত ঘটনায় এই নারী তার সন্তানসহ প্রেস ক্লাবের সামনে গায়ে আগুন ঢেলে আত্মহত্যার প্রস্তুতি নিচ্ছিলেন। কোনও দুর্ঘটনা ঘটার আগেই আমরা তাদের বাধা দেই।
এসবি/
আরও পড়ুন