ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

শিক্ষাবৃত্তি দেবে ঢাকাস্থ চট্টগ্রাম সমিতি, দরখাস্ত আহ্বান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৭, ৫ নভেম্বর ২০২২

দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় ও সরকারি কলেজে স্নাতক পর্যায়ে এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ১ম বর্ষে (২০২১-২০২২) অধ্যয়নরত বৃহত্তর চট্টগ্রামের মেধাবী অথচ অসচ্ছল ছাত্রছাত্রীকে শিক্ষাবৃত্তির জন্য দরখাস্ত আহবান করেছে ঢাকাস্থ চট্টগ্রাম সমিতি। 

আগ্রহী প্রার্থী যাদের ‘নিজ জেলা’ চট্টগ্রাম, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি এবং যাদের এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় (ঐচ্ছিক বিষয় ব্যতীত) বিজ্ঞান শাখায় জিপিএ-৫.০০, ব্যবসায় শাখায় জিপিএ-৪.৫০ ও মানবিক শাখায় জিপিএ-৪.০০ রয়েছে তারা আবেদন করতে পারবে। 

আবেদন ফরম সমিতির ওয়েবসাইট www.ctgsamitydhaka.org থেকে ডাউনলোড করতে হবে। এছাড়া আবেদন ফরম সমিতির কার্যালয় থেকেও সংগ্রহ করা যাবে। 

আবেদনপত্র সঠিকভাবে পূরণ করে ফরমে বর্ণিত তথ্যাদিসহ সংশ্লিষ্ট কাগজপত্র আগামী ১০ ডিসেম্বর ২০২২-এর মধ্যে সাধারণ সম্পাদক, চট্টগ্রাম সমিতি-ঢাকা, চট্টগ্রাম ভবন (১০ম তলা), ৩২ তোপখানা রোড, ঢাকা-১০০০ এই ঠিকানায় পাঠাতে হবে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি