ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

পোস্তগোলা ব্রিজে বাস-পিকআপ সংঘর্ষ, ২ জন নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৪, ৭ নভেম্বর ২০২২ | আপডেট: ২১:১৭, ৭ নভেম্বর ২০২২

রাজধানীর শ্যামপুর পোস্তগোলা ব্রিজে বাস-পিকআপভ্যানের সংঘর্ষের ঘটনায় ভ্যানের দুই যুবক নিহত হয়েছেন। সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, পোস্তগোলা ব্রিজের ওপরে রাঈদা পরিবহনের একটি বাস ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। পরে গুরুতর আহত অবস্থায় দুজনকে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহত দুইজনের কাছে থাকা ভোটার আইডি কার্ড থেকে তাদের নাম-ঠিকানা পাওয়া যায়। তারা হলেন মোহাম্মদ রাসেল মোল্লা বরিশাল বানালিপাড়া থানার মোহাম্মদ মুকুল মোল্লার ছেলে ও কামরুল ইসলাম নোয়াখালী জেলার সেনবাগ থানার গোলাম মোস্তফার ছেলে।

এসবি/ 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি