ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

দূষিত শহরের তালিকায় তৃতীয় ঢাকা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৩১, ১৫ নভেম্বর ২০২২ | আপডেট: ১৪:৩৯, ১৫ নভেম্বর ২০২২

দিনে দিনে রাজধানী ঢাকার বায়ু অস্বাস্থ্যকর হয়ে উঠছে। দূষিত শহরের তালিকায় ঢাকা এখন তৃতীয় স্থানে অবস্থান করছে। 

মঙ্গলবার সকাল সাড়ে নয়টার দিকে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর রেকর্ড করা হয়েছে ১৭৪, যা বাতাসের মান অনুযায়ী ‘অস্বাস্থ্যকর’। 

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী প্রযুক্তিপ্রতিষ্ঠান আইকিউ এয়ার এ তালিকা প্রকাশ করেছে। এরআগে সোমবার সকাল সোয়া নয়টার দিকে একিউআই স্কোর ছিল ১৯৫, আজ ১৭৪।

বিশ্বের বায়ুমান যাচাইবিষয়ক প্রতিষ্ঠানের করা বায়ুমান সূচক অনুযায়ী মঙ্গলবার সকালে ১৯৯ সূচকে শীর্ষে পাকিস্তানের করাচি শহর। এরপরই তালিকায় ১৮২ একিউআই স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা; ১৭৪ নিয়ে ঢাকায় তৃতীয়। চতুর্থ অবস্থানে আছে পাকিস্তানের লাহোর। 
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি