ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় ১ জন নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৩, ১৫ নভেম্বর ২০২২ | আপডেট: ১৭:০৭, ১৫ নভেম্বর ২০২২

রাজধানীর যাত্রাবাড়ীতে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী গাড়ির ধাক্কায় মো. রাব্বি (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। 

সোমবার রাত ১১টার দিকে কুতুবখালী উচ্চ বিদ্যালয়ের সামনে রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

রাব্বির গ্রামের বাড়ি বরগুনার আমতলী থানা হুগলাবুনিয়া গ্রামের আব্দুল আলীমের ছেলে। তিনি পেশায় অটোরিকশাচালক। পরিবার নিয়ে যাত্রাবাড়ীর সনটেক ঈদগাহ গলিতে ভাড়া বাসায় থাকতেন।

যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) সিবাস্তিন বালা গণমাধ্যমে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। পরে কুতুবখালী উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তার ওপর থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, নিহত যুবক ব্যাটারিচালিত অটোরিকশা চালাতেন। প্রাথমিকভাবে জানা গেছে, রাতে রাস্তা পারাপারের সময় গাড়ির ধাক্কায় তিনি ঘটনাস্থলে মারা যান। তবে ময়নাতদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি